জ্যাকলিনের দাবি তাঁকে ফাঁসানো হয়েছে
দুই শ কোটি রুপি জালিয়াতির মামলায় বলিউডের শ্রীলঙ্কান অভিনেত্রীর নাম জড়িয়েছিল দুই বছর আগে। ঘটনার হোতা সুকেশ চন্দ্রশেখর, যাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় জ্যাকলিন ফার্নান্দেজের নামে মামলা করেছিল ইডি [এনফোর্সমেন্ট ডিরেক্টরেট]। এ নিয়ে কত জলঘোলা হলো। আদালতের রায়ে ভারত ছাড়ার অনুমতি পাননি ‘কিক’ অভিনেত্রী।
