জাতীয় পার্টিকে ২৫ আসন ছাড়ল আওয়ামী লীগ

সিলেটের সময় ডেস্ক :

 

জাতীয় পার্টিকে ২৫টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এই ২৫ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী রাখবে না। অন্যদিকে শরিকদের সাতটি আসন দেওয়ার কথা থাকলেও সেটি কমে ছয়টি হয়েছে। এ আসনগুলোতে জোটের প্রার্থীরা দলীয় প্রতীকের বদলে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

 

আজ রবিবার জাতীয় পার্টি ও শরিকদের আসন ছাড়ার বিষয়টি জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। বিকেল ৪টার দিকে আগারগাঁওয়ে ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া আসনগুলোতে নৌকার প্রার্থী রাখবে না আওয়ামী লীগ। এসব আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেছেন দলের সভাপতি শেখ হাসিনা।

 

ইসি সচিব বরাবর করা আবেদনে বলা হয়েছে, দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ দলগত বা জোটগতভাবে অংশগ্রহণ করবে বলে ইসিকে অবহিত করা হয়েছিল। জোটের প্রার্থী থাকার কারণে আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করা হলো।

ওই তালিকায় দেখা গেছে, জাতীয় পার্টিকে ২৫টি আসন ছেড়েছে আওয়ামী লীগ।

তালিকা অনুযায়ী এসব আসনে নির্বাচন করবেন জাতীয় পার্টির প্রার্থীরা।

তারা হলেন- 

ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহমেদ, নীলফামারী-৩ রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান। রংপুর-১ হোসেন মুকুল শাহরিয়ার, রংপুর-৩ জি এম কাদের, কুড়িগ্রাম-১ এ কে এম মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ আব্দুর রশিদ সরকার, বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্না।

বগুড়া-৩ মো. নুরুল ইসলাম তালুকদার, সাতক্ষীরা-২ মো. আশরাফুজ্জামান, পটুয়াখালী-১ এ বি এম রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৩ গুলাম কিবরিয়া টিপু, পিরোজপুর-৩ মুশরেকুল আজম রবি, ময়মনসিংহ-৫ সালাহউদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ মুজিবুল হক চুন্নু, মানিকগঞ্জ-১ জহুরুল আলম রুবেল, ঢাকা-১৮ শরিফা কাদের, হবিগঞ্জ-১ মো. আব্দুল মনিন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আব্দুল হামিদ, ফেনী-৩ মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ মো. সোলাইমান আলম শেঠ।

এ বিভাগের অন্যান্য