সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতাদের গ্রেফতারের নিন্দা

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমনকে অন্যায়ভাবে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। অবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুবুল হক চৌধুরী, আফসর খানসহ কারান্তরীণ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা বাকশালী সরকারের পদত্যাগ ও ফরমায়েসী তফসিল বাতিলের দাবীতে দেশে বিএনপি আহুত সর্বাত্মক অবরোধ চলছে। ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে জনগণ অবরোধ সফল করছে। সরকার দেশপ্রেমিক জনতার চলমান আন্দোলনকে দমিয়ে রাখতে গণগ্রেফতার চালিয়ে যাচ্ছে। বুধবার নগরী থেকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমনকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। এর আগে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানসহ ৫ ছাত্রদল নেতাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার নির্যাত চালিয়েও ফ্যাসিস্ট সরকারের শেষ রক্ষা হবেনা। অবিলম্বে স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুবুল হক চৌধুরী, আফসর খান, ছাত্রদল নেতা ফজলে রাব্বি আহসানসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

এ বিভাগের অন্যান্য