অবশেষে শেষ ষোলোয় বার্সা
টানা দুই মৌসুম গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বার্সেলোনা অবশেষে চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বের দেখা পেয়েছে। গত রাতে ঘরের মাঠে পোর্তোর বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে জাবি এর্নান্দেসের দল। তাতে ১২ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত হয় কাতালানদের। অপেক্ষায় পের্তো।
পোর্তো গোলরক্ষক ইনাকি পেনাকে এরপর বেশ কয়েকটা সেভও করতে হয়, নইলে বিরতির আগেই এগিয়ে যেতে পারত বার্সা।