পিরোজপুরে আ. লীগ-জাতীয় পার্টির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জেপি) নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ হয়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের শহীদ মিনার থেকে উপজেলা সড়কে এ ঘটনার সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে জাতীয় পার্টির (জেপি) ভাণ্ডারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল, পৌর জাতীয় পার্টির সদস্যসচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্যসচিব মামুনুর রশিদ সরদার ও পৌর ছাত্রসমাজের আহ্বায়ক মাহাবুব শরীফ শুভকে আটক করে।
জেপির সভাপতিমণ্ডলীর সদস্য মাহিবুল হোসেন মাহিম বলেন, ‘আমরা জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর মনোনয়নপত্র দাখিল ও দোয়া-মোনাজাতের জন্য প্রস্তুতিমূলক সভা করছিলাম।
পিরোজপুর জেলা পুলিশ সুপার সফিউর রহমান বলেন, ‘জাতীয় পার্টির চার নেতাকর্মীর বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের একাধিক মামলা থাকায় তাদের আটক করা হয়েছে।’
উল্লেখ্য, চলতি বছরের ১৭ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় দক্ষিণ শিয়ালকাঠী মেডিক্যাল মোড়ে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করা হয়।