তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সংগীতশিল্পী মমতাজ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের লোকগানের জনপ্রিয় শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। মানিকগঞ্জ-২ আসনে মনোনয়ন পেয়েছেন তিনি।
আজ রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় এক সাক্ষাৎকারে মমতাজ বলেছিলেন, ‘আমি আমার দেশবাসী, আমার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ-২ আসনে সবাইকে আহ্বান করব আগামী ৭ জানুয়ারি নির্বাচনে অংশ নিতে।
