অধ্যক্ষের বিরুদ্ধে ১৪২ ছাত্রীকে যৌ ন হেনস্থার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক :

 

ভারতের হরিয়ানায় একটি সরকারি স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে ১৪২ জন ছাত্রী যৌন হেনস্থার অভিযোগ করেছে। এ ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এ ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, হরিয়ানার জিন্দ জেলার ওই স্কুল অধ্যক্ষের বিরুদ্ধে প্রথমে ৬০ জন ছাত্রী যৌন হেনস্থার অভিযোগ করেছিল। পরে এই সংখ্যা বেড়ে ১৪২ জনে দাঁড়ায়।

পুলিশ জানায়, ৫৫ বছর বয়সী ওই অধ্যক্ষ ছাত্রীদের নিজের কক্ষে ডেকে পাঠাতেন। তারপরে সেখানে তাদের হেনস্থা করতেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার কথা স্বীকার করেছেন জিন্দের জেলা প্রশাসক। ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, প্রথমে স্কুলের কয়েকজন ছাত্রী অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন। তাদের অভিযোগগুলো গত ১৪ সেপ্টেম্বর পুলিশের কাছে পাঠায় হরিয়ানার মহিলা কমিশন। কিন্তু এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয় ৩০ অক্টোবর। এর আগে ২৭ অক্টোবর অধ্যক্ষকে বরখাস্ত করা হয়।

এ বিভাগের অন্যান্য