মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল কাতার প্রবাসীর
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসার-লালপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে মো. আল-আমীন (৩৮) নামের এক কাতার প্রবাসী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমীন নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের পশ্চিম পাড়ার বদলের বাড়ির সরুজ মিয়ার ছেলে।
গতকাল বিকেল চারটার দিকে বটতলী বাজারের নাটাই কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কায় আল-আমীন গুরুত্বর আহত হন।
সদর থানার অফিসার (ওসি) মো. আসলাম হোসাইন জানান, গতকাল বুধবার বিকেলে আল-আমীন বটতলী বাজার থেকে মোটরসাইকেল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে নাটাই কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন।
পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
