মেয়র আরিফের ‘নাগরিক সংবর্ধনা’ শুক্রবার
সিলেটের সময় ডেস্ক :
মেয়র আরিফুল হক চৌধুরীকে দেয়া হচ্ছে এক বিরল নাগরিক সংবর্ধনা। এ সংবর্ধনার আয়োজন করেছে সিসিক পরিষদ।
আগামী কাল শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে মহানগরের সারদা হল প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ‘নাগরিক সংবর্ধনা’র ব্যানার-ফেস্টুন এরই মধ্যে মহানগরের সড়কগুলোতে টানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আবদুল মোমেন।
আগামী ৭ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে আরিফুল হক চৌধুরীর। স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন), ২০০৯-এর ৬ ধারা মোতাবেক ৮ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তবে মেয়রের চেয়ার ছাড়ার ঠিক আগে মেয়র আরিফ পাচ্ছেন ‘বিরল’ সম্মাননা।