সিলেটে ৯ জুয়ারী গ্রেফতার
সিলেটের সময় ডেস্ক :
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি’র অভিযানে ৯ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, বিজয় দেব (৫২), মো: মিটু (২৮), আব্দুস সাত্তার (৪৫), আতিকুর রহমান আসিফ, পুতুল বিশ্বাস (৩০), মোঃ দুলাল সরকার (৬৪), মোঃ সানি মিয়া (২০), মো: সাখাওয়াত হোসেন ও কাশেম মিয়া (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে জনাব শাহরিয়ার আল মামুন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জানান,আসামীদের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় প্রসিকিউশন দায়ের রুজু করা হয়েছে।
