মালদ্বীপে বাংলাদেশিকে ছুরিকাঘাত, অভিযুক্তকে ১৫ দিনের রিমান্ডে

সিলেটের সময় ডেস্ক :

 

মালদ্বীপের রাজধানী মালে দোকানে প্রবেশ করে এক বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত করা নারীকে ১৫ দিনের রিমান্ডে নিয়েছেন দেশটির পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে একটি মোবাইল দোকানে ঢুকে মো. আলাউদ্দিনকে ছুরিকাঘাত করেন ২৯ বছর বয়সী স্থানীয় ওই নারী। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে গ্রেফতার নারীকে ১৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এদিকে, দুর্বৃত্তের হামলায় আহত প্রবাসী বাংলাদেশিকে দেখতে মিশনের কাউন্সেলর মো. সোহেল পারভেজের নেতৃত্বে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল রোববার (৮ অক্টোবর) প্রবাসী বাংলাদেশির বাসভবনে যান। তারা মালদ্বীপে বাংলাদেশি নাগরিকদের কর্মক্ষেত্রে ও রাস্তা-ঘাটে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন।

আহত মো. আলাউদ্দিন রাজধানী মালের ড্রিমস মোবাইল দোকানের কর্মী। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার ৪নং ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গ্রামে।

আলাউদ্দিনের সহকর্মী জানান, দোকানে ক্রেতা সেজে আসা একজন নারীর সঙ্গে আলাউদ্দিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই নারীর সঙ্গে থাকা ছুরি দিয়ে আলাউদ্দিনের ঘাড়ে আঘাত করে দোকান থেকে বের হয়ে যান।

স্থানীয় গণমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপের পুলিশ সার্ভিস (এমপিএস) নিশ্চিত করেছে, রোববার সন্দেহভাজনকে রিমান্ড শুনানির জন্য হাজির করা হলে ক্রিমিনাল কোর্ট তাকে রিমান্ডে নেয়।

মালদ্বীপ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অধিকতর তদন্ত চলছে।

এ বিভাগের অন্যান্য