চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী আলী আকবর (৩১) ওরফে ঢাকাইয়া আকবরকে লক্ষ্মীপুর গ্রেপ্তার করা হয়েছে। গত দুই মাস ধরে আকবর লক্ষ্মীপুরের শাকচর গ্রামের একটি ভাড়া বাসায় থেকে সহযোগীদের মাধ্যমে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তবে লক্ষ্মীপুরে আসার অন্য কোনো উদ্দেশ্য আছে কি না তা জানা যায়নি।
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) তারেক বিন রশিদ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
আকবর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকার চালিতাতলী এলাকার মো. মঞ্জুর মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সিএমপি ও চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি, ডাকাতি প্রস্তুতিসহ ১০ টি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ।
এসপি তারেক বিন রশিদ বলেন, অস্ত্র উদ্ধারের জন্য আকবরকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে। গত দুই মাস ধরে তিনি লক্ষ্মীপুরের শাকচর এলাকার একটি বাসা ভাড়া নিয়ে গোপনে বসবাস করতেন। আত্মগোপনে থেকে সে চট্টগ্রাম মেট্রোপলিটন এবং পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন।