চুনারুঘাটে ৬ কেজি গাঁজাসহ আটক ১
সিলেটের সময় ডেস্ক :
হবিগঞ্জের চুনারুঘাটে ৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে চুনারুঘাট থানার এসআই অজিত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ চন্দনা গ্রামে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ বাচ্চু মিয়া নামক একজনকে আটক করে। সে ১নং গাজীপুর ইউনিয়নের কেদারাকোর্ট গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।
পুলিশ জানায়, সন্ধ্যায় চুনারুঘাট পৌর শহরের চন্দনা গ্রামে জান্নাত স’মিলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়৷ এ সময় বাচ্চু নামে একজন কে ৬ কেজি গাঁজা সহ আটক করে।৬ কেজি গাঁজা গাড়ীর এক্সপায়ার চাকার মাঝে রাখা ছিল।
