মিরাবাজার পেট্রোল পাম্পে অগ্নিদগ্ধ মুহিন আর নেই

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের মিরাবাজার বিরতি পেট্রোল পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে দীর্ঘ পনেরো দিন লাইফ সাপোর্টে থাকার পর নজরুল ইসলাম মুহিন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না….রাজেউন।
বুধবার দিবাগত রাত ১.৩০ মিনিটের সময় ঢাকার শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক ইন্সটিটউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুহিন ছিলেন অত্যন্ত নম্রভদ্র নগরীর পশ্চিম পীরমহল্লার বাসিন্দা।
তাঁর পুরো পরিবারের আমেরিকার স্থায়ী ভিসার আবেদন করা ছিলো। সম্ভবত এই বছরের শেষের দিকে এম্বেসী কল করার কথা বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।

উল্লেখ্য, মিরাবাজারের বিরতি সিএনজি ফিলিং স্টেশনে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্যাস দিতে গিয়ে কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছিলেন। তিনজনের অবস্থা ছিলো আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য দগ্ধদের ঢাকার শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক ইন্সটিটউট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম মুহিনসহ এ পর্যন্ত ৫ জন মারা গেছেন।

এ বিভাগের অন্যান্য