সিলেটে কুখ্যাত দুই ডাকাত গ্রেফতার

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের টিকরপাড়ায় ডাকাতির ঘটনায় কুখ্যাত দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যারাতে নগরের কাজিরবাজার ব্রীজের দক্ষিন তীরে অবস্থান করাকালীন তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কাড়ুয়া গ্রামের ইদ্রিছ আলীর ছেলে ফজর আলী ওরফে বাটন (৩৯) ও একই জেলার লাখাই উপজেলার সিংহগ্রামের বুল্লা এলাকার শহিদ মিয়ার ছেলে মো. লুৎফর রহমান (২৫)।

অভিযানিক দলের নেতৃত্বদানকারী এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ফজর আলী ওরফে বাটনের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে। এছাড়া লুৎফুর রহমানের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত ১৩ সেপ্টেম্বর গভীর রাত ৩ টার দিকে এসএমপি সিলাম ইউনিয়নের টিকরপাড়া গ্রামের ইসতেখার গণি তাজেল’র বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়। ডাকাত দলের সদস্যরা বসত ঘরের প্রধান ফটকের তালা ও ঘরের কলাপসিবল গেটের তালা ভাঙে ১০/১২ জন ডাকাত ঘরে ঢুকে। পরিবারের সকলকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ১১ লাখ ৮১ হাজার টাকার মালামাল লুট করে নেয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলাটি ওসি নিজে তদন্তভার নিয়ে অভিযান চালিয়ে ঘটনার চার দিনের মাথায় এ দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।

এ বিভাগের অন্যান্য