নৌকায় ঘুমন্ত জেলের উপর কার্গোর ধাক্কা, একজনের মৃত্যু
সিলেটের সময় ডেস্ক :
ভোলার লালমোহনে তেঁতুলিয়া নদীতে মাছ ধরা নৌকায় ঘুমন্ত জেলেদের উপর মালবাহী কার্গো ধাক্কা দেয়। এতে ৬ জেলেসহ ট্রলারটি ডুবে গেলে ৫ জন জীবিত উদ্ধার হলেও জিহাদ নামে একজনের মৃত্যু হয়।
বুধবার রাত ৩টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহত জেলে জিহাদ ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সজ্জল বাড়ির শাজাহান সজ্জলের ছেলে।
লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন জানান, কার্গোর ধাক্কায় ট্রলার ডুবে এক জেলের মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া ৫ জেলের মধ্যে দেলোয়ার হোসেন, বিল্লাল, হানিফ, মারুফসহ অপর একজন নদীতে পড়ে আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলেরা জানান, তেঁতুলিয়া নদীতে বুধবার রাতে মাছ ধরতে নামেন তারা। একপর্যায়ে ট্রলারে ঘুমিয়ে পড়েন সবাই। রাত ৩টার দিকে একটি মালবাহী কার্গো তাদের ট্রলারের দিকে ছুটে আসতে দেখে চিৎকার করে ৫ জনে নদীতে ঝাঁপিয়ে পড়েন। কার্গোটি ট্রলারের ইঞ্জিনরুমে ঘুমিয়ে থাকা জিহাদসহ ধাক্কা দিলে ট্রলার ভেঙে ডুবে যায়। এতে তার মৃত্যু হয় বলে উদ্ধার পাওয়া জেলেরা জানান।