অন্য দেশে হস্তক্ষেপ নিয়ে কথা বলা রাশিয়ার মানায় না: যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক ঃ
রাশিয়ার অন্য দেশে হস্তক্ষেপ নিয়ে কথা বলা মানায় না বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলার বলেন, যারা প্রতিবেশি দেশকে আক্রমণ করে নিয়মিত স্কুল ও হাসপাতালে বোমা বর্ষণ করছে তাদেরঅন্য দেশের হস্তক্ষেপ নিয়ে কথা বলা মানায় না। ঢাকায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের করা মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন করা হলে জবাবে একথা বলেন ম্যাথু।
মঙ্গলবার রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরেরর নিয়মিত ব্রিফিংয়ে লাভরভের ঢাকা সফরকালে দেওয়া বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। তাকে প্রশ্ন করা হয়, ল্যাভরভ বলেছেন এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ প্রতিহত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠার অভিযোগ এনেছেন। এ বিসয়ে যুক্তরাষ্ট্রের অবিস্থান কি?
জবাবে ম্যাথু বলেন, যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্কে আমি বলবো, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের লক্ষ্য হচ্ছে একটি অবাধ, মুক্ত, সমৃদ্ধ, নিবিড় এবং নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তুলা। এটাই এ অঞ্চলের ব্যাপারে আমাদের অবস্থান।
ল্যাভরভের মন্তব্য নিয়ে ম্যাথু বলেন, রাশিয়ার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি যে তারা তাদের দুই প্রতিবেশী দেশের ওপর আগ্রাসন চালিয়েছে। প্রতিদিনই স্কুল ও হাসপাতালে বোমা হামলা করছে। তাদের আসলে অন্য দেশের হস্তক্ষেপ নিয়ে কথা বলা মানায় না।