ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ ৮ ডাকাত আটক
সিলেটের সময় ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের প্রধানসহ ৮ জন ডাকাতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার ১০নং রামরাইল ইউপির মাগুরা এলাকায় তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জামাদি, ৮টি মোবাইল ও নগদ ৯ হাজার ৮০২ টাকা উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন- হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ (খায়স্তপাড়া) গ্রামের মৃত উছমান উল্লাহর ছেলে ছাবিদুল মিয়া (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার বাগদিয়া আগুন্নেবাড়ী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. চুনু মিয়া (২৫) ও ও মো. বাবুল মিয়া (৩৭), একই থানার কৈচাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে রাষ্টু মিয়া (৩২), সোনামোড়া চৌধুরী বাড়ির সামছুদ্দিন চৌধুরীর ছেলে মো. সুমন মিয়া (৩৫), হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার পশ্চিমবাগ ধান আটি গ্রামের আব্দুল হাসিমের ছেলে মো. রুবেল মিয়া (৩০), একই জেলার লাখাই থানার শহিদুল্লাহের ছেলে মো. মোস্তফা বাবু (৪০), বানিয়াচং থানার শামা মিয়ার ছেলে মো. সইফুল সুমন (৪২) র্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, কয়েক মাস ধরে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ আশপাশের জেলাগুলোতে ডাকাতির প্রবণতা বেড়ে যাওয়ায় সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া কোম্পানী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।
তারা সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। আটকের পর এই ৮ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।