জন্মাষ্টমীতে আনোয়ারুজ্জামান চৌধুরী’র শুভেচ্ছা

সিলেটের সময় ডেস্ক :

 

জন্মাষ্টমী উৎসবে শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মষ্টমী উপলক্ষ্যে সিলেট মহানগরীর সনাতন ধর্মাবলম্বী সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী।

এক বিবৃতিতে তিনি বলেন, মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপন এবং সমাজে সাম্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে শান্তি, মানবপ্রেম ও ন্যায়ের পক্ষে কাজ করার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উদযাপনের স্বার্থকতা আসবে। শ্রীকৃষ্ণ তাঁর জীবনাচরণ এবং কর্মের মধ্য দিয়ে মানুষকে পথ দেখিয়েছেন।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ । সকল ধর্ম ও বর্ণের মানুষ এখানে যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মান করেছিলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বিশ্বাস করেন – ধর্ম যার যার, উৎসব সবার।আমি সেই বিশ্বাসকে ধারণ করে সিলেট মহানগরীর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর।

তিনি বলেন,আমি আশা করি, এই জন্মাষ্টমী উৎসব শ্রীকৃষ্ণের ভক্তগণকে তাঁর জীবনাদর্শ অনুসরণ করতে আরও অনুপ্রাণিত করবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে আমরা একসাথে কাজ করবো।

তিনি জন্মাষ্টমী উপলক্ষ্যে মহানগরীর সকল নাগরিকের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

এ বিভাগের অন্যান্য