বিএনপির আন্দোলনে সরকার ভয় পেয়েছে : ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের আন্দোলন এমন পর্যায়ে গেছে যে আওয়ামী লীগ সরকার এখন প্রমাদ গুনছে। সরকার ভয় পেয়েছে। ভয় পাওয়ার কারণে তারা আন্দোলন দমাতে মরিয়া হয়ে উঠেছে।
আজ সোমবার বিকালে এক আলোচনাসভায় বিএনপি মহাসচিব এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, কিছুদিন আগেও সরকার বলেছে, বিএনপি নেই। এখন যখন বিএনপি মাটি খুঁড়ে বের হচ্ছে তখন তারা আবার প্রমাদ গুনতে শুরু করেছে।
দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, পত্রিকায় প্রকাশিত একটা খবর আমাকে তাড়িত করেছে।
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদষ্টো আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্ব ও বাংলাদেশ ছাত্র ফোরামের উপদষ্টো ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।