মানিকগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

সিলেটের সময় ডেস্ক :

 

মানিকগঞ্জে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে পঞ্চাশ গ্রাম হিরোইন ও একশত গ্রাম গাঁজা। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ চার হাজার টাকা।

রবিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ জেলার ঘিওর থানাধীন দক্ষিণতরা এলাকা থেকে মোঃ মাসুদ রানা রাসেলকে গ্রেফতার করে। সে ঘিওর উপজেলার দক্ষিণতরা গ্রামের মোঃ আতোয়ার রহমানের ছেলে। আসামির বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য