ওমরাহ করতে মক্কায় রাখি, বিচার চাইলেন আল্লাহর কাছে

বিনোদন ডেস্ক ঃ

 

ইসলাম ধর্ম গ্রহণ করার পর বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত এই মুহূর্তে মক্কায় আছেন। তিনি ওমরাহ পালন করতে সেখানে অবস্থান করছেন। সে সংক্রান্ত অসংখ্য ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশ পেয়েছে তার। এরই মধ্যে একটি কান্নার ভিডিও ভাইরাল হয়েছে অভিনেত্রীর। যাতে দেখা যায়, রাখি হাঁটুতে ভর দিয়ে প্রার্থনা করছেন। চোখের জলে কাবা শরিফের কাছে প্রার্থনা করার সেই ভিডিওতে তিনি বিচার চাইছেন আল্লাহর কাছে।

অভিনেত্রী রাখি সাওয়ান্ত অনেক আশা করে আদিল খান দুররানিকে বিয়ে করেছিলেন। এমনকী, আদিলের প্রেমে পড়ে হিন্দু থেকে হয়েছেন মুসলিম। তবে সুখের মুখ দেখা হয়নি তার। বর্তমানে স্বামী আদিলের সঙ্গে তিক্ত সম্পর্কের মধ্যে রয়েছেন তিনি।

রাখির সঙ্গে প্রতারণার অভিযোগে জেলও খাটেন আদিল। যদিও রাখি গণমাধ্যমকে বলেছেন, নিজের ইরানি প্রেমিকার জন্যই ছয়মাস জেলে ছিলেন আদিল। জেল থেকে বেরিয়েই রাখির বিরুদ্ধে নানা অভিযোগ করেন আদিল। রাখিও চুপ থাকেননি। রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে আদিলকে একহাত নিয়েছেন।

তবে এবার আর সাংবাদিক বৈঠক নয়। বরং নিজের জীবনের ঝড় থামাতে ওমরা পালন করতে সৌদি আরবে গেছেন রাখি। সেখানেই আল্লার কাছে নিজের মনের কষ্ট প্রকাশ করলেন চোখের পানি ফেলে। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে রাখি বললেন, ‘আদিলই তার জীবন নষ্ট করেছে।’

প্রসঙ্গত, রাখি সাওয়ান্ত কাজের চেয়ে ব্যক্তিগত জীবনে শিরোনামে উঠে আসেন বেশি। প্রাক্তন স্বামী আদিল খান দুরানি জেল থেকে বেরিয়েই রাখির বিরুদ্ধে নগ্ন ভিডিও তৈরির অভিযোগ করেছিলেন। পরে রাখি পাল্টা নগ্ন ভিডিও তৈরির অভিযোগ আনেন। শুধু তাই নয়, রাখির অভিযোগ, লাখ লাখ টাকায় আদিল তার নগ্ন ভিডিও বিক্রি করেছে।

রাখির অভিযোগ, ভায়গ্রা জাতীয় ওষুধ খায় আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। পুলিশও সেই ওষুধ পেয়েছে। ওষুধ খাওয়ার পর আদিলের অত্যাচার শুরু হতো। এমনকি পায়ুকাম পর্যন্ত করেছে সে।

রাখির অভিযোগ, মধুচন্দ্রিমাতেও আদিলের বিকৃত কামের শিকার হয়েছেন তিনি। বাথরুমেও নাকি ছাড় পেতেন না তিনি। এরকম একাধিক নগ্ন ভিডিও আদিলের কাছে রয়েছে বলে অভিযোগ করেন অভিনেত্রী।

এর আগে আদিল বলেছিলেন, রাখির মতো মহিলাদের সঙ্গে কথা বলাও বিপজ্জনক। তার অভিযোগ, আগের স্বামী রীতেশ সিংকে ডিভোর্স না দিয়েই তাকে নিকাহ করেছিলেন রাখি।

এ বিভাগের অন্যান্য