কলম্বিয়ান ফুটবলারের ভাইকে গুলি করে হত্যা
খেলাধুলা ডেস্ক ঃ
চলছে নারী ফুটবল বিশ্বকাপ। গতকাল স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। এই ইংলিশরা আবার শেষ আটের ম্যাচে কলম্বিয়াকে বিদায় করে। তবে সেই ম্যাচের কলম্বিয়ান ফুটবলার জোরেলিন কারাবালির ভাইকে খেলার একদিন পরই গুলি করে হত্যা করা হয়েছে। খবর দ্য সানের।
প্রতিবেদন থেকে জানা যায়, জোরেলিনের ছোট ভাই পাওলো আন্দ্রেস কারাবালি কলম্বিয়ার শহর কালির একটি নাইটক্লাবে ডিজে হিসেবে কাজ করতেন। আর সেখানেই তাকে প্রতিশোধ নিতে দুর্বৃত্তরা গুলি করে।
এই ঘটনাটি ঘরে ১৪ আগস্টে, যেখানে দুদনি পরেই ২৬ বছর বয়সী জোরেলিন তার দলের সঙ্গে কোয়ার্টার ফাইনালের ম্যাচে নামে। এই ঘটনার তদন্তে ইতোমধ্যে কাজ করছে স্থানীয় পুলিশ। পুলিশ বলছে, পাওলো হত্যাকাণ্ডটি তার কাজের সঙ্গে জড়িত ছিল।
আজ বৃহস্পতিবার কলম্বিয়ান দলকে বিশ্বকাপে ভালো করার জন্য নিজ দেশে সংবর্ধণা দেওয়া হবে। তবে এই অনুষ্ঠানে জোরেলিন থাকবেন কিনা তা জানা যায়নি।