ক্রিকেটারদের অনুশীলনের সময় মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন

খেলাধূলা ডেস্ক ঃ

আগামী ৩০ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। গতকাল রোববার থেকে তাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে কঠোর অনুশীলন। আজ সোমবারও অনুশীলনে এসেছিলেন দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। তবে এর মধ্যেই ঘটে গেল অনাকাঙ্খিত একটি ঘটনা।

এদিন মেঘলা আবহাওয়ার কারণে ফ্লাডলাইটের আলোয় হচ্ছিল অনুশীলন। হঠাৎ, স্টেডিয়ামের পূর্ব গ্যালারির ফ্লাডলাইটে আগুন জ্বলে উঠে। যা দেখে চমকে যান ক্রিকেটাররা। তবে দেড়-দুই মিনিটের মাথায়ই আগুন নিভে যায়। অনুশীলন সাময়িক সময়ের জন্য বন্ধ থাকার পর আবারও শুরু হয়। জ্বলে ফ্লাডলাইটও।

জানা গেছে, শর্টসার্কিটের কারণেই ফ্লাডলাইটে আগুন লাগে। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। সার্কিট ঠিক করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। স্টেডিয়ামে ফায়ার সার্ভিসকেও ডাকা হয়েছিল।

এশিয়া কাপ উপলক্ষে গত শনিবার ১৭ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। তবে ডাক পাওয়াদের মধ্যে অধিনায়ক সাকিব আল হাসান ও লিটন দাস লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলার কারণে অনুশীলনে নেই। ক্রিকেটারদের এই অনুশীলন শেষ হবে ২৫ আগস্ট।

এ বিভাগের অন্যান্য