প্যারাগুয়ের কাছে ৫ গোল খেয়ে শিরোপা হারাল ব্রাজিল
খেলাধূলা ডেস্ক :
আর্জেন্টিনার জালে ১০ গোল দিয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপকে আলোচনার টেবিলে এনেছিল ব্রাজিল। গ্রুপপর্বের সেই ম্যাচের পর সেমিফাইনালের বাধাও পার করে সেলেকাওরা। তবে ধরাশয়ী হয় ফাইনালে। গতকাল রোববার প্যারাগুয়ের বিপক্ষে ৫-৩ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে দলটি।
২০১৭ সালে অনূর্ধ্ব-২০ সকার চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে ব্রাজিল। ২০১৯ সালের আসরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় সেলেকাওদের। এবারও একই ভাগ্য বরণ করল তারা।
সেমিফাইনালে স্বাগতিক চিলিকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ব্রাজিল। আর চ্যাম্পিয়ন হওয়া প্যারাগুয়ে সেমিফাইনালে ৫-৩ গোলে কলম্বিয়াকে পরাজিত করে
গ্রুপপর্বে বেশ দাপটে ছিল ব্রাজিল। ‘বি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী ছিল আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলা। আগের ৩ ম্যাচে বিশাল ব্যবধানে তিন জয় নিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। পরে গ্রপপর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ছেলেখেলা করেই গুনে গুনে ১০টি গোল দেয় সেলেকাওরা।