চেলসি-লিভারপুলের রোমাঞ্চকর লড়াই সমতায় শেষ
খেলাধুলা ডেস্ক ঃ
চেলসি-লিভারপুল রোমাঞ্চকর লড়াই শেষ হলো সমতায়। আক্রমণ-পাল্টা আক্রমণে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। লিভারপুলকে এগিয়ে নেন লুইস দিয়াস, পরে সমতা টানেন আক্সেল দিসাসি।
রোববার স্ট্যামফোর্ড ব্রিজে নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে দুই দল প্রথম ম্যাচটি খেলতে নামে। যেখানে দল দুটির মুখোমুখি টানা চার ম্যাচ গোলশূন্য থাকার পর অবশেষে গোল মিলল, তবে জয়ের দেখা মিলল না।
খেলার অষ্টাদশ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন দিয়াস। মাঝমাঠ থেকে অভিষিক্ত আলেক্সিস মাক আলিস্তের বল বাড়ান ডান দিকে সালাহকে। খানিকটা এগিয়ে তিনি পাস দেন বক্সে, ছুটে গিয়ে স্লাইডে বল জালে পাঠান কলম্বিয়ান ফরোয়ার্ড।
ম্যাচের ৩১তম মিনিটে চেলসির জালে বল জালে পাঠান সালাহ, তবে ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে গোল দেননি রেফারি। তবে ছয় মিনিট পরই সমতায় ফেরে চেলসি। একটি কর্নারের পর দুবার বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় লিভারপুলের ডিফেন্ডাররা। বক্সের বাইরে থেকে বেন চিলওয়েলের হেডে ছয় গজ বক্সের মুখে স্লাইডে গোলটি করেন অভিষিক্ত ফরাসি ডিফেন্ডার দিসাসি।
পরের মিনিটে আবারও লিভারপুলের জালে বল, আবারও দৃশ্যপটে হাজির ভিএআর। আক্রমণের শুরুতে চিলওয়েল অফসাইডের থাকায় স্কোরলাইনও রয়ে যায় ১-১।