জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

সিলেটের সময় ডেস্ক :

 

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ বুধবার দুপুর ১২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বারো দিন বিরতি দিয়ে আবারও সরকার পতনে একদফা দাবিতে রাজপথে ফিরছে যুগপৎ আন্দোলনে থাকা বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো। দেশের বিভিন্ন স্থানে অতিবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হওয়া এবং কোথাও কোথাও বন্যা দেখা দেওয়ায় রাজধানীর বাইরে কোনো কর্মসূচি রাখা হচ্ছে না।

আগামী ১১ আগস্ট ঢাকায় বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে যুগপৎ আন্দোলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য