‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এগিয়ে আসছে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এগিয়ে আসছে। তাই আওয়ামী লীগ আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আমাদের নেতারা বাসায় থাকতে পারছে না। তাদের বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে তারা।
এ রায় সরকারের ইচ্ছার প্রতিফলন উল্লেখ করে তিনি বলেন, রাত ৯টা পর্যন্ত আদালত চালু রেখে রায় ঘোষণা করা হয়েছে। খুবই দ্রুত। এই তথাকথিত রায় আমরা মানি না।
মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, আমাদের বর্ষীয়ান নেতা সালাউদ্দিনকে তারা রাতের আঁধারে আটক করেছে। উদ্দেশ্য হলো অন্যদের ভয়ে রাখা। আমরা ভয় পাব না।