জগন্নাথপুরে ছাদ থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু

সিলেটের সময় ডেস্ক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে ছাদ থেকে পড়ে লিটন মিয়া (৩৮) নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ঈশানকোনা) গ্রামের এ ঘটনা ঘটে।

লিটন মিয়া একই এলাকার দক্ষিণ আগুনকোনা গ্রামের মৃত আশ্রব উল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৫ দিন আগে রঙ মিস্ত্রি লিটন মিয়া তাঁর সহযোগি আহাদ মিয়াকে সঙ্গে নিয়ে ঈশানকোনার সৈয়দ মনিরুল ইসলামের তিন তলা দালান বাড়িটির রংয়ের কাজ শুরু করেন। আজ বেলা ১১টার দিকে রঙ করতে গিয়ে তৃতীয় তলার ছাদের খোলা বেলকনি থেকে নিচে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পান লিটন মিয়া। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তানজিব হোসেন বলেন, মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে

এ বিভাগের অন্যান্য