মহিলা আওয়ামী লীগ নেত্রী নীনা চৌধুরী ইন্তেকালে পররাষ্ট্রমন্ত্রীর শোক
সিলেটের সময় ডেস্ক :
জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নীনা চৌধুরী ইন্তেকাল করেছেন। তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই ২০২৩ইং) দিবাগত রাতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সহধর্মিণী এবং বীর বিক্রম ইয়ামিন চৌধুরী ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবুর বড় বোন।