মেসি যেখানে সম্মান পায়, সেখানে থাকতে পছন্দ করে : নেইমার
মাঠ কিংবা মাঠের বাইরে লিওনেল মেসি আপাদমস্তক ভদ্রলোক। শান্ত প্রকৃতির এ মানুষটিই বল পায়ে ভয়ংকর হয়ে ওঠেন। পায়ের জাদুতে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপ। সেই মেসিকেই কিনা ধরে রাখতে পারল না প্যারিস সেইন্ট জার্মেই? আসলে মেসি সুখে ছিলেন না প্যারিসে।
মেসি তার প্রিয় বন্ধু নেইমারকে বার্সেলোনার পর পিএসজিতেও সঙ্গী হিসেবে পেয়েছিলেন।
ঠিক এ কারণেই মেসির ইন্টার মিয়ামিতে যাওয়ায় খুশি হয়েছেন ব্রাজিল সুপারস্টার নেইমার, ‘আমি মেসি ও তার পরিবারকে খুব ভালো করেই জানি। ওরা অন্য রকম জীবন যাপন করে। যে জায়গায় মেসি সম্মান পায়, সেখানে থাকতে সে পছন্দ করে।