মেসি যেখানে সম্মান পায়, সেখানে থাকতে পছন্দ করে : নেইমার

খেলাধুলা ডেস্ক :

 

মাঠ কিংবা মাঠের বাইরে লিওনেল মেসি আপাদমস্তক ভদ্রলোক। শান্ত প্রকৃতির এ মানুষটিই বল পায়ে ভয়ংকর হয়ে ওঠেন। পায়ের জাদুতে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপ। সেই মেসিকেই কিনা ধরে রাখতে পারল না প্যারিস সেইন্ট জার্মেই? আসলে মেসি সুখে ছিলেন না প্যারিসে।

কিলিয়ান এমবাপ্পে তাকে সহ্য করতে পারতেন না বলে শোনা যায়। পাশাপাশি ফর্ম হারানোয় ক্লাব কর্তৃপক্ষও তার প্রতি বিরূপ হয়েছিল। অতঃপর মেসি পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে। 

মেসি তার প্রিয় বন্ধু নেইমারকে বার্সেলোনার পর পিএসজিতেও সঙ্গী হিসেবে পেয়েছিলেন।

কিন্তু বার্সায় তারা যে পরিমাণ সাফল্য পেয়েছিলেন, পিএসজিতে তার কিছুই পাননি! সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি মেসির পিএসজিতে আসার বিষয়টা আগেই জেনেছিলাম। বার্সেলোনায় শেষ দুই সপ্তাহ খুব অনিশ্চয়তার মধ্যে কাটিয়েছিল মেসি। আমি ওই সময় ওকে অনেকবার জিজ্ঞেস করেছি, সে বার্সেলোনা ছেড়ে কোথায় যাবে। কিন্তু সে কিছুই বলতে পারছিল না।
পরে পিএসজির সঙ্গে কথা পাকা হলে সে আমাকে জানায়। মেসি প্যারিসে দুই বছর মোটেও আনন্দ নিয়ে থাকতে পারেনি।’ 

ঠিক এ কারণেই মেসির ইন্টার মিয়ামিতে যাওয়ায় খুশি হয়েছেন ব্রাজিল সুপারস্টার নেইমার, ‘আমি মেসি ও তার পরিবারকে খুব ভালো করেই জানি। ওরা অন্য রকম জীবন যাপন করে। যে জায়গায় মেসি সম্মান পায়, সেখানে থাকতে সে পছন্দ করে।

মায়ামিতে ওরা ভালোই থাকবে। প্যারিসে মেসির সঙ্গে গত দুইটা বছর খুব সহজ ছিল না। মেসি দারুণ একজন মানুষ। সেটা মাঠের চেয়েও মাঠের বাইরে অনেক বেশি। ব্যক্তিগত জীবনে একেবারেই অন্য রকম। আমি মায়ামিতে মেসির সাফল্য কামনা করি।’
এ বিভাগের অন্যান্য