ওষুধের কৌটায় ভরে ইয়াবা বিক্রি: গ্রেপ্তার দম্পতি

সিলেটের সময় ডেস্ক :

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াবা ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সুবর্ননগর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোশাহিদ মিয়া (৫৫) ও তার স্ত্রী লাকী বেগম (৩৫)। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে সুবর্ননগর গ্রামের মোশাহিদ মিয়ার বসতঘর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ওই স্বামী-স্ত্রীকে আটক করা হয়। এসম বসত ঘরে তল্লাসী করে ইয়াবা বিক্রির ৩৫ হাজার ৭৫০ টাকা ও ওষুধের কৌটা ভর্তি ৫২ পিছ ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৬ হাজার টাকা। পরে তাদের বিরুদ্ধে থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাতুল ইসলাম তালুকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওসি জানান, মাদক ব্যবসায়ী ওই স্বামী-স্ত্রীর বিরুদ্ধে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় দু’টি ও জগন্নাথপুর থানায় আরো একটি মাদক মামলা রয়েছে।

এ বিভাগের অন্যান্য