গোয়াইনঘাটে ভারতীয় গরুর চালান আটক

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাটের পিয়াইন নদী পথ থেকে ১০টি ভারতীয় গরুর চালান আটক করেছে পুলিশ বুধবার (১৯ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম নেতৃত্বে অভিযান চালিয়ে গরুর আটক করেন।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।  এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের অভিযানে ভারতীয় গরু উদ্ধারের ঘটনায় আতংক শুরু হয়েছে গোয়াইনঘাটের সবকটি সীমান্ত পয়েন্টের চোরাচালান সিন্ডিকেটে পান্তুমাই, লাখাট, প্রতাপুর,বিছনাকান্দি, বাবুরকোনা, আমস্বপ্ন, সংগ্রাম, নকশিয়া, সোনারহাটসহ সবকটি সীমান্ত পয়েন্টে পুলিশের নজরদারী বৃদ্ধি পাওয়ায় অনেকটা কমেছে ভারতীয় গরু, চিনি, কসমেটিকসসহ ভারতীয় চোরাচালান তৎপরতা।

এ ব্যাপারে কথা হলে গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল জানান, সিলেট পুলিশ সুপার নির্দেশিত অপরাধ দমন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গঠিত ছকে আমাদের অভিযান চলছে। টিম গোয়াইনঘাট থানা পুলিশের অভিযান অব্যাহত আছে। থানা পুলিশের চলমান অভিযানের আওতায় থানা এলাকার জাফলং পিয়াইন নদীর কাটারী এলাকা থেকে নৌকাযোগে পাচারকালে ১০টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

এ বিভাগের অন্যান্য