প্রধানমন্ত্রীকে মহানগর আওয়ামী লীগের অভিনন্দন

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প একনেকে অনুমোদন দেওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তাছাড়া মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন এমপি, মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানান।

মঙ্গলবার (১৮ জুলাই) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। সভা শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন,সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৮ হাজার ১০ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ১৯২ কোটি ৭ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৫ হাজার ২৩৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৮৪ কোটি ৬২ লাখ টাকা।

মন্ত্রী বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (এসএমইউ) স্থাপন’ প্রকল্পটি প্রস্তাব করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে প্রকল্পটি আজ একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে ২০২৭ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ২ হাজার ৩৬ কোটি ৪১ লাখ টাকা। সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় (ইউনিয়ন- মোল্লারগাঁও; মৌজা-গোয়ালগাঁও ও হাজরাই) প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

নেতৃবৃন্দ বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট বিভাগের স্বাস্থ্য খাতে ব্যাপক পরিবর্তন সাধিত হবে। সাধারণ জনগণ সহ সকল শ্রেণি পেশার মানুষ উন্নত চিকিৎসা সুবিধা পাবে। চিকিৎসায় গবেষণার সুযোগ তৈরি হবে। দেশের ছাত্র-ছাত্রীদের মতো বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীরাও পড়াশোনার সুযোগ পাবে। যা চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে। তারা আশা ব্যক্ত করেন নিদিষ্ট সময়ের মধ্যেই মেগা প্রকল্পটি বাস্তবায়িত হবে।

এ বিভাগের অন্যান্য