২২ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটিতে ১০ লক্ষ মুসলিম উপস্থিতির আহ্বান
ডেস্ক নিউজ: ইউনাইটেড উলামা কাউন্সিল অফ ইউ এস এ ইনকের আহবানে মুসলিম ফাউন্ডেশন অফ আমেরিকার সাথে মুসলিম ডে প্যারেড ২০১৯ এর এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা ড: মুফতী মুনীর আহমেদ আখুন এর সভাপতিত্বে এবং প্রেসিডেন্ট মুফতী লুৎফুর রহমান ক্বাসিমীর সার্বিক তত্তাবধানে এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাওলানা ফাহাদ হুসেইন এর পরিচালনায় ও মুসলিম ফাউন্ডেশন এর ভাইস প্রেসিডেন্ট আইনুল হকের উপস্থাপনায় আলোচনা সভা প্রানবন্ত হয়ে উটে।
প্রধান পরিচালক ইকনা মারকায জামাইকা গেষ্ট অব অনার ইমাম মাওলানা হাফিজ জাফির আলী, রিলিজিয়াস ডাইরেক্টর আসসাফা ইসলামি সেন্টার ইমাম মাওলানা রফিক আহমদ, কাশ্মীর ইসলামী সেন্টারের ইমাম ক্বারী আদিল সাব্বির, দারুল করম মসজিদের প্রধান পরিচালক ইমাম শাহ মীর হুসাইন, মসজিদ মিশন সেন্টারের প্রধান ইমাম মাওলানা আতাউর রহমান, ঢাকা মিরপুর জামেয়ার মুহাদ্দীস মাওলানা ফয়সল আহমদ জালালী, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার অর্থ সম্পাদক মাওলানা আশরাফ উদ্দীন, মসজিদ মিশনের পরিচালনা কমিটির সদস্য ক্বারী আজহার উদ্দীন সুমন, আল মুনির ফাউন্ডেশনের ডাইরেক্টর ক্বারী ইয়াসীর সালীম সহ মুসলিম ফাউন্ডেশনের মিয়া ফাইয়াজ, সাঈদ আখতার , চেয়ারম্যান প্যারেড কমিটি ফার্রিস ফাইয়াজ , বাংলাদেশী কমিউনিটি নেতা শাহ নেওয়াজ, ক্বাজী আজম সহ বিভিন্ন কনিউনিটির নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আগামী ২২ সেপ্টেম্বর রবিবার মুসলিম ডে প্যারেড ২০১৯ সকলের উপস্হিতিতে সফল ভাবে সম্পন্ন করার বিশদ পরিকল্পনা গ্রহণ করা হয়।
তার মধ্যে উল্লেখযোগ্য কাশ্মীরের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার সর্বাত্মক প্রচেষ্টা হবে মুসলিম ডে প্যারেডের প্রধান ইস্যু এবং নিউ ইউয়র্কের সকল মসজিদ ও ইসলামিক স্কুলে দাওয়াতনামা পৌছানোর ব্যবস্থা গ্রহণ, বিশেষ পুরস্কার লটারির মাধ্যমে ফ্রি উমরাহ টিকেটের ব্যবস্হা, কাশ্মীরিরদের জন্য বিশেষ তাবুর ব্যবস্থা গ্রহণ এবং ১০ লক্ষ মুসলমানদের উপস্হিতির আশা কামনা করেন।