জিন্দাবাজারে ৩ প্রবাসীর ওপর হামলা: আটক ১
নিউজ ডেস্ক: সিলেট নগরীর জল্লারপাড়স্থ পাঁচভাই রেস্টুরেন্টে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় আহত তিন লন্ডন প্রবাসী যুবক বাসায় ফিরেছেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
বুধবার (৭ আগস্ট) সকালে তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে।
আহতরা হলেন- নগরীর বালুচর এলাকার সফিক উদ্দিনের ছেলে হাসান (২৪), একই এলাকার বশির উদ্দিনের ছেলে ইমন (১৮) ও গয়াস মিয়ার ছেলে নাহিয়ান (১৮)।
সিলেট কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে পলাশ নামের এক যুবককে মঙ্গলবার রাতেই আটক করেছে পুলিশ।
অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
প্রসঙ্গত, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে পাঁচভাই রেস্টুরেন্টে খাবার খেয়ে বের হচ্ছিলেন লন্ডন প্রবাসী ৩ যুবক। এ সময় বাইরে থাকা সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পিযুষ কান্তি দের গ্রুপের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে। তখন ওই প্রবাসী যুবক এর প্রতিবাদ করলে তাদের উপর হামলা চালায়। এ সময় প্রবাসীদের ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করে তারা, আহত হন চালকও।