বাড়ির ছাদে বাগান করে প্রধানমন্ত্রী পুরস্কার পেলেন সিলেটের মমতাজ
নিউজ ডেস্ক: বাড়ির ছাদে বাগান সৃজন শ্রেণিতে সিলেট বিভাগে প্রথম স্থান অর্জন করায় জোহরা মমতাজ বেগমকে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৮ এ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষ মেলা-২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এ বিশেষ সম্মাননা তুলে দেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক কুহিনুর বেগম, সহকারী বন সংরক্ষক জিএম আবু বকর সিদ্দিক।
বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে আবেদনকারীদের মধ্যে থেকে ক্যাটাগরি অনুযায়ী বিজয়ীদের মধ্যে চূড়ান্ত তালিকার মোট ২৪ জনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
জোহরা মমতাজ বেগম সিলেট শহরতলীর খাদিমনগর পীরের বাজার এলাকার বাসিন্দা।