চুনারুঘাটে চা-বাগানের বাংলোতে ডাকাতি, মালামাল লুট
নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটের দেউন্দি চা-বাগানে বাংলোতে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা স্বর্নালঙ্কারসহ ৫ লাখ টাকার মালামাল লুট নিয়ে গেছে।
খবর পেয়ে সিলেটের ডিআইজিসহ পুলিসের উধ্বর্তন লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, শনিবার (৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে একদল মুখোশধারী ডাকাতদল দেউন্দি চা-বাগানের বাংলোর দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বাংলোতে বসবাসরত মেডিকেল অফিসার অনিমেষ গোলদারসহ তার পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত লুটপাট করে। এ সময় ডাকাতরা নগদ ৫৫ হাজার টাকা, ল্যাপটপ, স্বর্নালঙ্কারসহ ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগীদের দাবি।
দুপুরে খবর পেয়ে সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহমান, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডা. অনিমেষ গোলদার জানান, মুখোশধারী ৬ জন ডাকাত বাংলোর ভিতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে হাত-পা বেঁধে লুটপাট শুরু করে এবং নগদ টাকাসহ ৫ লক্ষাধিক মালামাল লুট করে নিয়ে যায়।