মুন্সিপাড়া থেকে ইয়াবাসহ আটক ৪

নিউজ ডেস্ক: সিলেট নগরীর মুন্সিপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হচ্ছে, মুন্সিপাড়া আবাসিক এলাকার ৩৪ নম্বর বাসার শফিক মিয়ার ছেলে মো. আব্দুস শুকুর (৩৪), বাগবাড়ী নরসিং টিলা এলাকার শাহজাহান আহমদের ছেলে সুজন আহমদ (২৮), ময়মনসিংহ জেলার তারাখান্দা থানার বাদ্রাখান্দার আদম আলীর ছেলে মো. শাহীন মিয়া (২৬) ও সিলেট নগরীর মজুমদারি এলাকার ২৬ নম্বর বাসার মৃত আব্দুর রশীদের ছেলে নজরুল ইসলাম (২৬)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা। আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য