সিলেটে র‍্যাবের অভিযানে ৬ জুয়াড়ি আটক

নিউজ ডেস্ক: সিলেট নগরীর ঘাসিটুলায় ৬ জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে র‍্যাব-৯।

বুধবার (৩১ জুলাই) দিবাগত রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানায় এসএমপির কোতোয়ালী থানা।

ঘাসিটুলার বেত বাজার সংলগ্ন আলমগীর চৌধুরীর কলোনীর উত্তর পাশে ফাঁকা ছাফড়ার ভেতর জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন লালাদীঘির পাড়ের বাসিন্দা বদরুল ইসলামের পুত্র মোঃ জাকারিয়া (২৬), শিববাড়ীর মৃত কানাই মিয়ার পুত্র কুতুব উদ্দীন (৩৪), গোয়াইনঘাটের মুহিবুর রহমানের পুত্র সাব্বির আহমদ (২৭), বানিয়াচং গ্রামের মৃত সোলেমান মিয়ার পুত্র তাজিরুল ইসলাম (৩৫) ও আব্দুল খালেকের পুত্র জুয়েল মিয়া (৩৫) এবং মোল্লাপাড়ার দুদু মিয়ার পুত্র এমরান আহমেদ (৪০) ।

গ্রেফতারকৃত আসামীদের কোতোয়ালী থানায় পাঠানো হয়েছে বলে জানায় র‍্যাব।

এ বিভাগের অন্যান্য