জকিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার পীরনগর এলাকা থেকে ৩ হাজার ৮ শত ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবুল হোসেন (২৪)। সে দক্ষিণ ভাগ এলাকার মইনুল হকের পুত্র।
শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে র্যাব-৯ এর সিপিসি-১ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পীরনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধারকৃত আলামতসহ জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর পরিচালক (গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।