সদর উপজেলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন শুরু
নিউজ ডেস্ক: সারা দেশের ন্যায় সিলেট সদর উপজেলায় ও মশক নিধক ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন শুরু করছে। এ উপলক্ষে উপজেলায় ব্যাপী ব্যাপক কর্মসুচি গ্রহণ করা হয়েছে। আজ (২৫ জুলাই) বৃহস্পতিবার দুপুর ১২ টায় শাহী ঈদগাস্থ সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাঙ্গণে মশক নিধক ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শামীমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ হিরন মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদ পারভীন, সংক্রামক ব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ওয়াকিল উদ্দিন জোয়ারদার, ডাঃ এহসানুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) লায়েছ মিয়া তালুকদার, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ফয়জুল হক, মহানগরীর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আমিনুর রহমান পাপ্পু প্রমুখ।