যুবলীগের সম্মেলন সফলের লক্ষে মোটরসাইকেল শুভাযাত্রা

নিউজ ডেস্ক: সিলেটে যুবলীগের সম্মেলন সফল ও সার্থক করার লক্ষে নগরীতে যুবলীগ নেতা রানা আহমেদ শিপলুর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শুভাযাত্রা করেছে মদিনা মার্কেট যুবলীগ ইউনিট। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকাল ৩টায় শুভাযাত্রাটি মদিনার মার্কেট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করে। পরে মদিনা মার্কেট পাম্পের সামনে এক সংক্ষিপ্ত সভা অনুষ্টিত হয়।
এসময় নেতাকর্মীদের হাতে হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দলীয় সভানেত্রী দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুক ও কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের নানান রংয়ের ছবি সম্বলিত প্লেকার্ড ছিল। এসময় গলা ছাড়িয়ে শ্লোগানে মুখরিত করে নগরীর রাজপথ তারা।

শুভাযাত্রায় এসময় উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম হোসেন, যুবলীগ নেতা শহিদুল হক শহিদ, মোবাশ্বির আলী অপু, মো. শাহজাহান, আব্দুর রশিদ, মো. আলীসহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য