শাহপরাণ থেকে আসামী গ্রেফতার
নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের শাহপরাণ এলাকা থেকে আনসার আহমদ ওরফে শুটার আনসারকে গ্রেফতার করেছে শাহপরাণ থানা পুলিশ। আনসার সিলেপে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে যুক্ত বলে জানা গেছে।
শুক্রবার রাত ১১টার দিকে তার ইউনিয়নের শাহপরাণ এলাকায় তার নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন- গত মঙ্গলবার শাহপরাণ এলাকায় যুবলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনার মামলার এজাহারভুক্ত আসামী আনসার।