সিলেটে অস্ত্রসহ আটক ২

নিউজ ডেস্ক: সিলেটের ইসলামপুরের পোড়াবাড়ি এলাকা থেকে একটি রিভলবার ও চাকুসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয় বলে শুক্রবার (৫ জুলাই) সকালে এসএমপি’র এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. জুয়েল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, ওসমানীনগর উপজেলার গহরপুর গ্রামের মৃত আলীমের ছেলে মো. মোশারফ হোসেন দর্পণ (৩৫) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর নতুন কসবা গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে রাসেল আহমদ সুনু (২৫)।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় এয়ারপোর্ট থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইয়াহিয়া আল মামুন ও ওসির নির্দেশনায় তাদের আটক করে এসআই নির্মল চন্দ্র মহন্ত নেতৃত্বাধীন টহল পুলিশের একটি দল।

উদ্ধারকৃত রিভলবারের দৈর্ঘ্য ৯ ইঞ্চি, হাতলের দুই পার্শ্বে কাঠযুক্ত, দেখতে পুরাতন ও কালো, কোন দেশের তৈরি উল্লেখ নাই এবং অস্ত্রের গাঁয়ে কোন ধরণের আক্ষরিক লেখা নাই।

আটককৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বিভাগের অন্যান্য