শিক্ষাবিদ মুহিবুর রহমানের ভাগ্নি’র মৃত্যুতে শোক প্রকাশ

মহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. মুহিবুর রহমানের একমাত্র ভাগ্নি নুজহাত নওশীন’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শিক্ষা উদ্যোগ মুহিবুর রহমান ফাউন্ডেশন, সিলেট কমার্স কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, মুহিবুরর হমান একাডেমি, ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মঙ্গলবার এসব শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে  শোকবার্তায়  মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।  নিহত নুজহাত মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমছাল ইউনিয়নের উত্তরবাগ গ্রামের ফখরুল ইসলামের মেয়ে। স্বজনেরা জানান ফখরুল ইসলাম দীর্ঘদিন যাবত স্বপরিবারে সৌদিতে বসবাস করে আসছেন। তিন ভাই বোনের মধ্যে নজুহাত ছিল সবার বড়।উল্লেখ্য নুজহাত নওশীন সৌদিআরবের জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের অষ্ঠম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিলেন। গত রবিবার ২২ এপ্রিল তাঁর প্রথম সাময়িক পরীক্ষার অংশগহণ করার কথা ছিল। পরীক্ষার আগে হঠাৎ সর্দি ও জ্বর  হলে তাকে দ্রুত সুস্থতার জন্য নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়। পরে তাঁর অবস্থা অবনতি হলে ২১ তারিখ বাংলাদেশ সময় রাত ৯.৩০ মিনিটের সময় সে নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবারের মাঝে বইছে শোকের ছায়া । আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় নগরীর মিরের ময়দানস্থ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের মাঠে গায়েবানা নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এতে নামাজে জানাযায় উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি:

এ বিভাগের অন্যান্য