নুসরাত এর যৌন নিপীড়ন ও হত্যাকারী মাদ্রাসা অধ্যক্ষের সর্বোচ্চ শাস্তি চাই

 

সিপিবি-বাসদ-উদীচী-চারণ-যুব ইউনিয়ন-মহিলা ফোরাম-ছাত্র ইউনিয়ন-ছাত্র ফ্রন্ট নুসরাত জাহান রাফি যৌন নিপীড়ন ও হত্যাকান্ডের সাথে জড়িত মাদ্রাসা অধ্যক্ষসহ সকলের সর্বোচ্চ শাস্তির দাবিতে অধ্য ১৩ই এপ্রিল দুপুর সাড়ে ১২টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে সিলেট জেলা সিপিবি-বাসদ-উদীচী-চারণ-যুব ইউনিয়ন-মহিলা ফোরাম-ছাত্র ইউনিয়ন-ছাত্র ফ্রন্ট এর উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়।উদীচী জেলা সংসদের সভাপতি এনায়েত হাছান মানিক এর সভাপতিত্বে ও বাসদ নেতা প্রণব জ্যোতি পাল এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ সমন্বয়ক আবু জাফর, সিপিবি সাধারণ সম্পাদক এড,আনোয়ার হোসেন সুমন,প্রগতি লেখক সংঘের সভাপতি এ,ক, শেরাম, যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক নিরঞ্জন দাশ খোকন,উদীচী সাধারণ সম্পাদক ইয়াকুব আলী,ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নাবিল এইচ, ছাত্র ফ্রন্টের সঞ্জয় শর্মা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাজ্জাদ হোসেন, প্রমুখ। সংহতি জানিয়ে উপস্হিত ছিলেন সিপিবি জেলা সদস্য সাতী রহমান,বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন,খেলাঘর এর কেন্দ্রীয় সদস্য তুহিন কান্তিধর ,যুব ইউনিয়ন জেলা সভাপতি খায়রুল হাসান, উদীচী সহ সভাপতি অধ্যাপক ডাঃ অভিজিৎ দাশ,চারণের নাজিকুল ইসলাম রানা, মহিলা ফোরামের সংগঠক আশু রানি শর্মা ও স্মৃতি রানি দাশ,,ছাত্র ইউনিয়নের সভাপতি সরোজ কান্তি দাশ, এডভোকেট মনির উদ্দিন, এডভোকেট রনেণ সরকার রনি, সুরমা খেলাঘর এর ধ্রুব গৌতম, ভূমি সন্তান এর আশরাফুল ইসলাম, প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন,দীর্ঘ বিচার প্রক্রিয়া ও বিচারহীনতার সংস্কৃতির কারণে একের পর এক নারী ধর্ষণ-হত্যাকান্ড গঠছে।শাসক দল ও প্রশাসনের পশ্রয়ে প্রত্যেক গঠনার পার পেয়ে যায় ধর্ষণ-হত্যাকারীরা। যার সর্বশেষ উদাহরণ নুসরাত জাহান রাফি বক্তারা নুসরাত জাহান রাফির যৌন নিপীড়ন ও হত্যাকান্ডের সাথে যুক্ত মাদ্রাসা অধ্যক্ষসহ জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান

এ বিভাগের অন্যান্য