সিলেট নগরীর মহাজন পট্রির নিউ মার্কেটে আগুন
সিলেট নগরীর মহাজন পট্রির নিউ মার্কেটে আগুন। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
জানা গেছে, একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় ধোয়ায় আছন্ন হয়ে যায় পুরো এলাকা। মানুষজন দিকবেদিক ছোটাছুটি করতে থাকেন।
মার্কেটে আগুন নির্বাবক ব্যবস্থা থাকায় মার্কেটের লোকজন ফায়ার সার্ভিস আসার পূর্বে আগুন নিয়ন্ত্রে আনেন। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।