বৈশাখ :জেসমিন রুমি
বৈশাখ কি কেবল পান্তা ইলিশ?
রঙ্গিলা মুখোশ?
রাজপথে আল্পনার সাজ?
শোভা যাত্রা?
মিলন মেলা, নাগর দোলা?
মুড়িমুড়কি বাঙ্গালিয়ানা?
বৈশাখ!
যখন ঘন কালো মেঘে আকাশ ছেয়ে যায়, চারদিক অন্ধকার হয়ে আসে
তীব্র বাতাসে ঝড়ো হাওয়ায়
ঝড়ে ওড়ে বাড়ি ঘর
তখন আমার ভীষণ ভয় করে !!
বৈশাখ!
যখন ধরনী জুড়ে বৃষ্টি নামে ,
ধুয়ে যায় ধুলোবালি,
মুছে যায় মনের কালি,
মনে বাজে –আজি ঝড়ো ঝড়ো মূখরও বাদল দিনে……
জল ভেজা মাঠে ভিজব তোমারি সনে
তখন আমার খুব ভালো লাগে !!
বৈশাখ !
কালবৈশাখী’র ঝড়ে যখন,
ভেঙ্গে যায় কারো’র শেষ আশ্রয়,
থাকেনা মাথা গোজা’র ঠাঁই,
রেল লাইনের ধারে বস্তির ঘর,
ভেজা স্যাঁতস্যাতে
পোকামাকড়ের ঘর – বসতি
তখন আমার খুব খারাপ লাগে!!
বৈশাখ!
আমি ঠিক তাল মেলাতে পারিনা,
আমার হিসাবে ভুল হয়ে যায় বারবার,
পান্তা ইলিশ,পান্তা ইলিশ,
একদিন খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়া,
সারা বছর যারা খায়,তাদের দিকে ফিরে না চাওয়া……হায় বৈষম্য!
তখন আমার খুব কষ্ট লাগে !!