একটি উপন্যাসের যবনিকা : চন্দ্রশিলা ছন্দা
এই হাতে পদ্মের কোমলতা ছিলো
চোখে ছিলো মাছরাঙা অপেক্ষা
এই বুকে তৃষ্ণা ছিলো
ছিলো চোখগেলো পাখির আকুতি
ছোট ছোট ঝড়ঝাপটায় ৭৮৬ পৃষ্ঠার সুবিন্যস্ত উপন্যাসের পৃষ্ঠাগুলো হঠাৎই
মাঝ বরাবর ছিঁড়ে যেতে শুরু করেছিলো
মানুষ থেকে মানুষে সম্পর্কগুলো
সাঁঝের মত ধোঁয়াশা হয়ে উঠলে
গল্পগুলো হয়ে ওঠে বৃহন্নলা অর্জুন।
এই পথে তাই এখন শুধুই একলা চলা…।